মানবতার সেবায় নিয়োজিত ছিলেন বঙ্গবন্ধু, সেই আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা। এমনি একজন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের ছাত্রী
বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা রক্সি। বর্ষার মৌসুম, গ্রীষ্মের পাকা ফল খেতে চায় অনেকেই, যার সামর্থ আছে সে খেতে পাচ্ছে কিন্তু যারা অসহায় হয়ে পথে পথে দিন কাটায়
তারা চাইলেও খেতে পারেনা মৌসুমী ফল। তাদের কথা চিন্তা করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পাশে বেড়ে উঠা শিশুদের মাঝে মৌসুমী ফল বিতরন করেন নিজ উদ্যোগে সাবিহা
সুলতানা রক্সি। মৌসুমী ফল পেয়ে পথ শিশুদের মুখের হাসি ছিলো উজ্জল ভালোবাসার অন্যন্য নিদর্শন। এই ফল বিতরন শেষে সাবিহা সুলতানা রক্সি জানায় সবাই যদি নিজ
অবস্থান থেকে পথ শিশুদের জন্য একটু এগিয়ে আসে তবে তারাও বেড়ে উঠবে নতুন সম্ভবনা নিয়ে।