রাউজানে পুলিশের অভিযানে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সেলিম প্রকাশ দুবাই সেলিম ( ৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের নেতৃত্বে থানার একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়তলী ঊনসত্তর পাড়া দুর্গম পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই ঊনসত্তর পাড়া গ্রামের কাজীর বাড়ির গোলাম হোসেনের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।