চট্টগ্রামের বাঁশখালী উপজেলা কৃষি অফিসের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় রোপা আমন (উফশী ও হাইব্রীড) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র ৪’শ ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে বাঁশখালী উপজেলা পরিষদ চত্বরে উক্ত বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক।
চলতি মৌসুমে উপজেলার মোট ৪২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে ৩৭০ জন কে জনপ্রতি ৫ কেজী উফশী আমনের বীজ, ৫ কেজি ডিএপি, ৫ কেজী এমওপি রাসায়নিক সার এবং ৫০ জন কৃষকদের মধ্যে জনপ্রতি ২ কেজী হাইব্রিড ধানের বীজ ১০ কেজী এমওপি ও ২০ কেজী ডিএপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
কৃষিবিদ আবু সালেক বলেন, ‘মৌসুমী রোপা আমন ধানে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে কৃষকদের মাঝে মূলত বীজ ও সার বিতরণ করা হয়। মাঠ পর্যায়ে যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপসকারী কৃষি কর্মকর্তারা কৃষদের পাশে থেকে প্রযুক্তিগত সহযোগীতা প্রদান করবে বলেও জানান তিনি।