মাগুরার মহম্মদপুর উপজেলা ভূমি অফিসের কক্ষ সংস্কারসহ নানা উন্নয়নমূলক কাজ সমুহের উদ্বোধন করেছেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।
৮ জুলাই বৃহস্পতিবার এই সংস্কার ও উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) মোঃ আফাজ উদ্দীন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল,সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন।
উপজেলা প্রশাসনের সার্বিক দিকনির্দেশনায় সহকারি কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারীর তত্বাবধানে ৭ মাসেই উপজেলা ভূমি অফিসের দৃশ্যমান চিত্র বদলে যায়।
অফিসের চত্বরে ”মুজিব চত্বর প্রতিষ্ঠা,”অভ্যান্তরীন রাস্তা নির্মাণ,” সীমানা প্রাচীর নির্মাণ, অফিস কক্ষ সংস্কার ,আধুনিকায়ন রেকর্ড রুম সংস্কার এবং সংরক্ষণ কাজের মাধ্যমে অফিস’টি দৃষ্টি নন্দন ও সৌন্দর্য মণ্ডিত হয়েছে। উদ্ধোধন শেষে সম্প্রতি আশ্রায়ন প্রকল্পের পূর্নবাসিত জমিনেই,ঘরনেই দরিদ্র মানুষ দের খোঁজখবর নেন,নির্মানাধীন বাস টার্মিনাল এবং রাজা সীতারাম রায়ের কাচারি বাড়ির উন্নয়ন ও দোল মঞ্চের মাটি ভরাট কাজের অগ্রগতি পরিদর্শণ করেন।