মাগুরার শ্রীপুরে গণসচেতনতামূলক প্রচারের মাধ্যমে হটলাইন টিমের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ২৪ জুলাই শনিবার দুপুরে হটলাইন টিমের এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউনিয়ন পরিষদরর চেয়ারম্যান হুমায়নুর রশিদ মুহিত, মাগুরা জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা হটলাইন টিমের সমন্বয়ক ফজলুর রহমান ফজলু, শ্রীপুর উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, যুবলীগ নেতা তৈয়েবুর রহমান খান বাবুল রেজা,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবীর হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আলীনুর রহমান, ছাত্র লীগের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান সাজ্জাদ, সাধারণ সম্পাদক সর্দার আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা হটলাইন টিমের সদস্য বৃন্দ।
জানা গেছে ইতিমধ্যে শ্রীপুর উপজেলা হটলাইন টিমকে ৫ টি অক্সিজেন সিলিন্ডার, ১০ টি অক্সিমিটার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।