মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে করোনা রোগিদের দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে শ্রীপুর উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০টি অক্সিজেন সিলিন্ডার ও ১০টি অক্সিমিটার হস্তান্তর করা হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ড আশরাফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন ।
এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড আশরাফুল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডা.শহীদুল্লাহ দেওয়ান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আহসান হাবিব সৌরভ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃওয়াসিম আকরামের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি তদন্ত বোরহান উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুল, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহানসহ আরো অনেকে।
অনুষ্ঠানের সভাপতি শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা উল জান্নাহ আমাদের প্রতিনিধিকে জানান- উপজেলা পরিষদের অর্থায়নে ২০টি অক্সিজেন সিলিন্ডার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫টি, উপজেলার ৮টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ৮টি, ১০শয্যা বিশিষ্ট মাও শিশু কল্যান কেন্দ্রে ১টি ও উপজেলা পরিষদের জন্য ৬টি। এছাড়া ১০টি পালস্ অক্সিমিটারের মধ্যে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৫টি, শ্রীপুর প্রেসক্লাবে ১টি ও উপজেলা পরিষদে ৪টি। এ সকল সরঞ্জাম তাদের স্ব-স্ব প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়েছে।