কঠোর লকডাউনের ৪র্থ দিনে মাগুরার শ্রীপুরে ভ্যান চালকেরা ভ্যান চালানোসহ বিভিন্ন দাবীতে সমাবেশ করেছে।
৪ জুলাই রবিবার সকাল ১০টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ও উপজেলা পরিষদের সামনে কঠোর লকডাউন উপেক্ষা করে উপজেলার বিভিন্ন এলাকার ভ্যান চালকেরা এ সমাবেশ করে।
ভ্যানচালক নেতা আলী শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্যেশ্যে বলেন, আমাদের ভ্যান চালানোর অনুমতি দেন, নতুবা খাবার দেন, আর কোনটাই না করলে গুলি করে মেরে ফেলুন।
উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ বলেন, সরকারিভাবে এখনও পর্যাপ্ত খাবার আসেনি। তাই এই মুহূর্তে সবাইকে খাবার দেয়া সম্ভব হচ্ছে না। তবে আমরা চেষ্টা করছি তাদের পাশে দাড়ানোর। সামান্য যেটুকু আছে অতি অসহায় মানুষকে দিচ্ছি।
ভ্যান চালানোর অনুমতি প্রসঙ্গে তিনি বলেন,
ইঞ্জিনচালিত ভ্যান চালানো যাবে না, তবে পা চালিত ভ্যান, শারীরিক দুরত্ব বজায় রেখে চালাতে পারবে।
এছাড়া তিনি সবাইকে আইন প্রতি শ্রোদ্ধা রেখে আইন মেনে চলে ও ধৈর্য ধারণ করার অনুরোধ জানান।