মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান সাফলঙ্গা শাখা উদ্যোগে করোনা কালীন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের মাঝে ২য় দফা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই শনিবার সংগঠনের কার্যালয়ে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন রাউজান পৌর ৭নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ আজাদ হোসেন, বিষেশ অতিথি রাউজান উপজেলা (খ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোহাম্মদ সাকিদুজ্জামান শফি। আরো উপস্থিত ছিলেন, ডঃ শংকর কান্তি দে মোহাম্মদ অলি এরশাদ, মোহাম্মদ হাসেম, মোহাম্মদ খোরশেদুল আলম মানিক, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আজাদ হোসেন বাদশা, মোহাম্মদ সাজ্জাদ রহমান, মোহাম্মদ আব্দুল মালেক। করোনা কালিন ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ২য় দফায় ৭০ জনকে খাদ্য সামগ্রী দেয়া হয়।