আর মাত্র চার দিন বাকি পবিত্র ঈদুল আযহা। এই ঈদ উপলক্ষে রাউজানে বসেছে কোরবানী পশুর হাট। সামাজিক দুরত্ব বজায় রেখে কোরবানী পশুর হাটে বসাতে সরকারের দেওয়া বিধি-নিষেধকে উপেক্ষা করে চলছে বেচাকেনা।
ক্রেতা-বিক্রেতা ও পশুর হাটে নিয়োজিত স্বেচ্ছাসেবকসহ অধিকাংশ মানুষের মুখে মাক্স থাকলেও কিছু মানুষের মুখে নেই মাক্স। ১৬ জুলাই (শুক্রবার) রাউজানের হলদিয়া ফকির টিলা বাজার, ডাবুয়ার হিংগলা মুছা শাহ্ বাজার, চিকদাইর হক বাজার, নোয়াপাড়া চৌধুরী হাটে বসে পশুর হাট। সেখানে ক্রেতা–বিক্রেতাদের মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। অধিকাংশ মানুষের মুখে ছিল না মাক্স। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বিকেলে এসব পশুর হাটে অভিযান চালায়। অভিযান চালিয়ে স্বাস্থ্যবিধি অমান্য করায় জরিমানা আদায় করা হয়।পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতায় করেন।
অপরদিকে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুনের নেতৃত্বে রাউজান থানার পুলিশের একটি দল রাউজানের নোয়াপাড়া চৌধুরী হাট বাজারে পশুর হাট মনিটরিং করে।এই হাটে অধিকাংশ ক্রেতা-বিক্রেতারা স্বাস্থ্য বিধি অমান্য করে গরু-ছাগল বেচাকেনা করতে দেখে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল্ হারুন ক্রেতা- বিক্রেতাদের মধ্যে মাক্স, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া সহপুলিশ সদস্যরা। রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ বলেন, হলদিয়া ফকির টিলা বাজার ও ডাবুয়ার হিংগলা মুছা শাহ বাজারে অভিযান চালিয়ে স্বাস্থ্য বিধি অমান্য করায় ৭টি মামলায় ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।