করোনার সংকটকালীন ও দুর্যোগ অবস্থায় ১৫ টি অক্সিজেন গ্যাস সিলিন্ডার দান দিলেন রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নের জনগনের জন্য প্রবাসী আলহাজ্ব ফরিদুল আলম। গতকাল এসব অক্সিজেন গ্যাস সিলিন্ডার উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সরোয়ার্দী সিকদার হাতে হস্তান্ত করা হয়। এসময় তিনি গ্যাস সিলিন্ডার গুলো শ্বাস,কষ্ঠ থাকা রোগীদের জন্য ওয়ার্ডে পর্যায়ে ভাগ করে দেন। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সাধারণ মোসলেম উদ্দীন, তাঁজউদ্দিন খাঁন সোলাইমান,মানিক উদ্দীন, নাছির উদ্দীন, রাশেদ, অভি রায়সহ ইউপি সদস্য ও দলীয় নেতাকর্মীরা।