পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গভীর সমুদ্রে ৬৫দিন মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিশেষ ভিজিএফ এর ২য় কিস্তির চাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে চরমোন্তাজ ইউনিয়ের লঞ্চঘাট এলাকায় স্বাস্থ্যবিধি মেনে ৩ হাজার ৮৮ কার্ডধারী জেলেদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা পরিষদের সদস্য, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি এ কে সামসুদ্দিন আবু মিয়া,চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া, রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃরবিউল হাসান,চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃমোশারফ হোসেন খান,উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নেছার উ্দিন,ট্যাগ অফিসার মোঃজুয়েল শিকদার,ইউপি সদস্য কাশেম মোল্লা,মোঃ হালিম খান,মোঃলালমিয়া,মনিরুল ইসলাম,আনোয়ার হাওলাদার প্রমূখ।
চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন, ৬৫ দিনের নিষেধাজ্ঞায় জেলেরা কর্মহীন হয়ে পড়ে। নিষেধাজ্ঞায় কর্মহীন নিবন্ধিত জেলেদের মাঝে শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিশেষ ভিজিএফ এর ২য় কিস্তির চাল বিতরণ করছি।