1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে ভারতীয় গরু আশায় দেশী গরুর খামারীরা বিপাকে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে  মতবিনিময় স্বামী হত্যার দায়ে স্ত্রী ও প্রেমিকের মৃত্যুদণ্ড তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সুস্থতা ও প্রবাস জীবন নিয়ে চিন্তিত ৫ আগস্টে গুলিবিদ্ধ চৌদ্দগ্রামের আজাদ মাগুরায় নবাগত  উপজেলা নির্বাহী কর্মকর্তার সাংবাদিকদের সাথে  মতবিনিময়  কাউন্টার ক্যু রক্ষা করার ক্ষমতা সরকারের আছে!! ঠাকুরগাঁওয়ে বিএডিসি’র কোটি টাকার টেন্ডারের গোপন তথ্য ফাঁস হতাশ অন্য ঠিকাদাররা । বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা থেকে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠিত রামগড়ে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ভারতীয় পণ্যসহ আটক ২ স্টাইলিশ গার্মেন্টস এর চেয়ারম্যান মো:সালাউদ্দিন চৌধুরীর নামে ভুয়া ফেসবুক আইডি খুলে অপপ্রচার, থানায় জিডি।

লালমনিরহাটে ভারতীয় গরু আশায় দেশী গরুর খামারীরা বিপাকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১৯৫ বার

লালমনিরহাটে ভারতীয় গরু আশায় দেশী গরু নিয়ে বিপাকে খামারীরা লোকসানে পড়ার আশংকা। জানা গেছে, দেশের উত্তরে অবস্থিত সীমান্তবর্তী একটি জেলার নাম লালমনিরহাট। ২৫.৪৮ ডিগ্রি থেকে ২৬.২৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮.৩৮ ডিগ্রি থেকে ৮৯.৩৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে জেলাটির অবস্থান।

এ জেলার উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা, দক্ষিণে রংপুর জেলা, পূর্বে কুড়িগ্রাম ও ভারতের কোচবিহার
জেলা এবং পশ্চিমে রংপুর ও নীলফামারী জেলা। উত্তরে ধরলা নদী ও দক্ষিনে তিস্তা নদী এবং ৭৪ কিঃমিঃ কাঁটাতারের বেড়াবিহীন লালমনিরহাট সীমান্ত উম্মুক্ত। ফলে সীমান্তের এই দূর্বলাতার সুযোগ নিয়ে কোরবানির ঈদকে ঘিরে ভারতীয় গরু পাচারকারীরা বেপোরয়া হয়ে উঠেছে।

এখনো প্রতিদিন শত শত ভারতীয় গরু হাট-বাজারে দেশী গরুর সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। জেলার ২৮৫ কিঃ মিঃ ভারতীয় সীমান্ত রয়েছে। এই সীমান্তের প্রায় ৭৪ কিঃমিঃ কাঁটাতারের বেড়াবিহীন অবস্থায় রয়েছে। কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তগুলো হলোঃ বুড়িমারী, তিস্তা, ধরলা ও তিস্তা নদী দ্বারা বেষ্টিত। কোথাও কোথাও রয়েছে দূর্গম চরাঞ্চল।

সীমান্তের এই দূর্বলাতার সুযোগ নিয়ে কোরবানির ঈদে গরুর চাহিদার উপর নির্ভর করে গরু পাচারকারিরা বেপোরয়া হয়ে উঠেছে। সীমান্তের দহগ্রাম, দৈইখাওয়া, কালীগঞ্জ, চাপারহাট, গোড়ল, কুটিয়ামঙ্গল, দূর্গাপুর ও মোগলহাট সীমান্ত দিয়ে দেদারছে ভারতীয় গরু আসছে। এসব ভারতীয় গরুর বেশির ভাগ ধরলা নদী দিয়ে নৌপথে কাঁঠালবাড়ি ও বড়বাড়ি হাটে গিয়ে বিক্রি হচ্ছে। এছাড়াও সপ্তাহের শনিবার-বুধবার জেলার কালীগঞ্জের শিয়াল খোওয়ায়হাট। শুক্রবার-
সোমবার চাপারহাট, শনিবার-মঙ্গলবার দূরাকুটিহাট ও বুধবার বড়বাড়িরহাটে শতশত ভারতীয় গরু চোরাইপথে এনে দেশি গরুর সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছে। এই সব গরু প্রকাশ্য বিক্রি হচ্ছে দেশে বিভিন্ন জেলা ঢাকা, চট্রগ্রাম, কুমিল্লা, বগুড়া, রংপুরসহ নানা স্থানে ট্রাকভর্তি করে পাচার হয়ে চলে যায়। একটি সুত্র জানান, লালমনিরহাট ২৮৫ কিঃমিঃ সীমান্তে লালমনিরহাট ১৫ বিজিবি, রংপুর ৫১ বিজিবি ও রংপুর ৬১ বিজিবি দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে কঠোরভাবে দায়িত্ব পালনের সুবিধার্থে তিনটি পৃথক ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে। আইন শৃংখলা বাহিনী তল্লাশীতে গিয়ে হাটের স্লীপ দেখে ফিরে আসে। প্রকৃত অর্থে এটা অযুহাত মাত্র।

এক জোড়া ভারতীয় গরু পাচার হয়ে আসেলে সীমান্ত রক্ষীবাহিনী, অন্যান্য বাহিনী, রাজনৈতিক কর্তা, মাস্তান তো রেসিও অনুয়ায়ী অর্থ পেয়ে থাকে। এই গরুর অবৈধ অর্থেও কারণে সীমান্ত সংলগ্ন হাটের ইজারাদার ও চেয়ারম্যান, মেম্বারগণ কোটি টাকার মালিক বনে গেছে। অনেকে গরুর ব্যবসার পাশাপশি হুন্ডির ব্যবসা করছে। কিন্তু মাফিয়া এই চক্রের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায়না। রহস্যজনক কারণে আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ কৌশলে বিষয়টি এড়িয়ে যান। এভাবে গরু আসলে দেশী খামারে লালন-পালন করা গরুর খামারিরা লোকসানে পড়ে যাওয়ার আশংকা রয়েছে। ফলে সরকারকে কঠোর হস্তে ভারতীয় গরু পাচার রোধে পদক্ষেপ নিতে বলেছে খামারিগণ। ভারতীয় গরু পাচার হওয়া বন্ধ না হলে যেমন লোকসানে পড়বে খামারিরা তেমন অনেক খামারি পথে বসে যাবে।

প্রানি সম্পদ বিভাগ জানান, লালমনিরহাট জেলায় ৩২৪ টি নিবন্ধিত এবং ৯৬ টি অনিবন্ধিত খামারের মাধ্যমে প্রায় ৬ লাখ ৮০ হাজার গরু ও মহিষ পালন করা হচ্ছে। ২৭ টি নিবন্ধিত ও ৮২ টি অনিবন্ধিত খামারের মাধ্যমে প্রায় আড়াই লাখ ছাগল এবং ২৩১ টি নিবন্ধিত ও ৭৬ টি অনিবন্ধিত খামারের মাধ্যমে প্রায় ৪১ হাজার ভেড়া পালন করা হচ্ছে । দেশী গরু যথেষ্ট থাকার পরেও ভারতীয় গরু পাচার হয়ে আশায় দেশী গরু নিয়ে বিপাকে পড়তে না হয়, সে জন্য পদক্ষেপ নেয়ার দাবী জানান, খামারীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম