চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের জামছড়ি বাজার-বাগমুয়া সড়কের খালেকশাহ,মালেকশাহ ও এতিমুন্নেচ্ছা মাজার এলাকার কালভার্টটি ভেঙ্গে গেছে। এর ফলে ব্যস্ততম এই সড়কে জনদুর্ভোগ বেড়েছে। গত কিছুদিন আগে কালভার্টি হালকা করে ভেঙে গেলেও কোন ব্যবস্থা না নেওয়া কয়েকদিন আগে কালভার্টটি সম্পূর্ণ ভেঙ্গে যায়। এতে ভোগান্তি আরও বাড়েছে। বর্তমানে সেটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
নুরুল ইসলাম নামের একজন এলাকাবাসী বলেন, ব্যস্ততম সড়ক হবার কারণে শুরু হয়েছে চরম জনদুর্ভোগ। এখন প্রায় প্রতিদিন সড়কে অনেক দুর্ঘটনা ঘটে। কালভার্টটি এতোটাই খারাপ যে চলার অনুপযোগী হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া শত শত স্কুল,কলেজে যাওয়া ছাত্র ছাত্রী ও রোগীদের অনেক কষ্টে চলাচল করতে হচ্ছে। তিনি কালভার্টি দ্রুত মেরামতের দাবি জানান।
মোঃ আজমগীর বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত ছাত্র ছাত্রী ও অনেক গাড়ি চলাচল করে।কালভার্টি ভেঙে যাওয়ার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শেখ মুহাম্মদ রাজু বলেন, অতিরিক্ত মালামাল পরিবহনকারী ভারী যানবাহন যাতায়াতের কারণে এ অবস্থা। রাস্তা মেরামতের সঙ্গে সঙ্গে যানবাহনেরও অবাধে যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে।
চরম্বা ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। যত দ্রুত সম্ভব চলাচলের উপযোগী করে তোলা হবে।