মুন্সীগঞ্জের শ্রীনগরে ৫ বোতল বিদেশী মদ, ২হাজার মিলিগ্রাম হেরইন ও ১০পিছ ইয়াবাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শ্রীনগর থানা পুলিশ । গতকাল বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দেউলভোগ গ্রামের দিপক মজুমদার (৩২) তার বাবা দেবদাস মজুমদার (৬৫), হরপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে নয়ন সরকার (৩৫), দয়হাটা গ্রামের ইউসুফ শেখের ছেলে মোঃ সোহেল শেখ (৩৬), উত্তর বালাশুর গ্রামের বাচ্চু হাওলাদারের ছেলে ইব্রাহিম হাওলাদার(২০),
লৌহজং থানার বেজগাঁও ইউনিয়নের শামসুল শেখের ছেলে শামীম শেখ (৩৫), জাজিরা থানার পালের চর গ্রামের আলী আকবর আকনের ছেলে সাদ্দাম আকন (২৯)।
পুলিশ সূত্রে জানাযায়, গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ বোতল বিদেশী মদসহ দিপক মজুমদার, দেবদাস মজুমদার, নয়ন সরকার, মোঃ সোহেল শেখকে গ্রেফতার করা হয়। ১০ পিছ ইয়াবাসহ মোঃ ইব্রাহিম হাওলাদারকে গ্রেফতার করা হয়। ২হাজার মিলিগ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ২৫,০০০/-টাকাসহ শামীম শেখ, সাদ্দাম আকনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঞা বলেন, আসামিদের থানা এলাকায় অভিযান পরিচালনাকরে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।