1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই ছুরিকাঘাতে খুন হয় ইউপির সদস্য - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই ছুরিকাঘাতে খুন হয় ইউপির সদস্য

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৮৪ বার

সকালে নাস্তা খেয়ে বাড়ির বাইরে বের হতেই রহমত আলীর ছুরিকাঘাতে খুন করা হয় ইউপির সদস্য আবদুর রহিম (৪৫)কে। এ ঘটনায় অভিযুক্ত রহমত আলী নামে এক জনকে গণধোরাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত আবদুর রহিম কুমিল্লার মনোহরগুন্জ উপজেলা ঝলম উওর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের নেতা।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৯ টার দিকে ধিকচন্দা গ্রামের শেফালী মেম্বার পাড়ায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার লাকসাম সার্কেল মহিতুল ইসলাম ও মনোহরগুন্জ থানা ওসিসহ পুলিশের সদস্যরা ঘটনার স্হলে এসে তদন্ত করেন।

স্হানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, মনোহরগুন্জ উপজেলার ঝলম উওর ইউনিয়নের ধিকচন্দা
গ্রামের শেফালী মেম্বার বাড়ীর একটি পুকুর লিজ নেন ইউপির সদস্য আবদুর রহিম। ওই পুকুরে কিছু অংশের মালিক একই গ্রামের সেরাজুল হকের ছেলে রহমত আলীর। পুকুরে মাছ চাষের করনে তাদের জায়গায় গত কয়েকদিন ধরে ভাঙ্গন দেখা দেয়। এ নিয়ে স্হানীয় ওয়ার্ড মেম্বার আবদুর রহিম সঙ্গে রহমত আলীর সাথে বিরোধ চলছে। গত সোমবার বিকালে মেম্বার রহিম ও রহমত আলী সাথে কথা কাটাকাটি এবং দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের উত্তেজনা দেখা দেয়। সামাজিক ও উপজেলার দলীয় নেতৃবৃন্দ দুু পক্ষের সমস্যা সমাধান করে দিবে বলে আশ্বাস দেন তারা। আজ মঙ্গলবার সকালে মেম্বার আবদুর রহিম বাড়ির থেকে রাস্তায় আসলে রহমত আলীর সাথে পুনরায় তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে রহমত আলী ছুরি দিয়ে মেম্বারের গলায় আগাত করে তাকে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে এ ঘটনায় স্থানীয় উত্তেজিত জনতা রহমত আলীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ রিপোর্ট লেখা পযন্ত নিহত মেম্বারের স্ত্রী আয়শা বেগম থানায় মামলার করার প্রস্তুতি নিছেন।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল কবির এ তথ্য নিশ্চিত করে বলেন,
পুকুরে পাড় ভরাট নিয়ে আবদুর রহিমের সাথে রহমত আলীর সঙ্গে বিরোধ চলছে, সেই জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ কলেজ হাসপাতালে পাঠানোর পক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম