মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে করোনায় কর্মহীন ও নিম্ন আয়ের ২শতাধিক পরিবারের মাঝে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিম ভোগ বাজার থেকে এই খাদ্য সামগ্রীর বিতরণ করা হয়। সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সভাপতি মোঃ মামুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সভাপতি মোঃ শামিম শিকদার।
সিরাজদিখান উপজেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সাধারণ সম্পাদক রাফি আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সংস্কৃতি তরুন লীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল হাওলাদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার হাওলাদার, জৈনসার ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক মোঃ কাঞ্চন আলী গোরাপি, ওয়ার্ড আওমীলীগ নেতা খলিল শেখ, আবু কালাম হাওলাদার, আকবর হাওলাদার, জৈনসার ইউনিয়ন বঙ্গবন্ধু সংস্কৃতিক তরুন লীগের সভাপতি মোঃ পলাশ, সহ-সভাপতি বাপ্পি, যুগ্ম-সাধারণ সম্পাদক নিয়ামত সাংগঠনিক সম্পাদক রবিন প্রমুখ।
খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারের জন্য রয়েছে চাল, ডাল, পিয়াজ, সেমাই ও চিনি।