বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ তথা দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী হতে অবৈধভাবে মাছ শিকার করেছে এক ব্যাক্তি। মেখল ইউনিয়নের মুজাফফরপুর এলাকাবাসীর সহযোগিতায় ১৫ কেজি ওজনের এই কাতল মাছটি উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদে খবর পেয়ে রাত নয়টার পর ছুটে যান ইউএনও সাহিদুল আলম। রাত ১১টা পর্যন্ত চেষ্টা চালিয়েছেন শিকারি চিহ্নিতের, তবে সফল হননি।
তিনি বলেন- ‘শিকারিকে আটক করা যায়নি, শিকারি চিহ্নিতের চেষ্টা চলছে। দ্রুতই এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগে হস্তান্তর করা হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সদ্য যোগদানকরা সাহিদুল আলমের হালদা নদী সংক্রান্তে প্রথম অভিযান এটি।
আজকের অভিযানে সহায়তার জন্য কয়েক এলাকাবাসীর আন্তরিকতায় তিনি কৃতজ্ঞতা স্বরুপ তাদেরকে ধন্যবাদ জানান।