মানব সেবার ব্রত নিয়ে তাড়াইলে পারিবারিকভাবে গঠিত আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে উপজেলা ৫০শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে রিভলভিং হসপিটালিটি বেড এবং ২ টি হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
জানা গেছে,মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আলমাছ হোসেন এর নিকট রোগীদের জন্য অত্যাধুনিক রিভলভিং বেড এবং ২টি হুইল চেয়ার প্রদান করেন আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের মহাসচিব শাহদত হোসেন জিকু এবং যুগ্ম-সচিব সামির হোসেন সাকি।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় সংবাদকর্মী এবং এলাকার গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।
আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান সারওয়ার হোসেন লিটন এর বরাত দিয়ে ট্রাস্টের যুগ্ম-সচিব সামির হোসেন সাকি জানান,তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য একটি কেবিন আমরা টিপটপ করে সাজিয়ে দিতে চাই।সরকারের পাশাপাশি ট্রাস্টের পক্ষ থেকে যেসব জিনিস দরকার আমরা তা দিয়ে সহযোগীতা করতে চাই।এজন্য তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার সহ সকলের সহযোগীতা চান।
ডা.আলমাছ হোসেন বলেন,কোভিড-১৯ মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের দানশীল ব্যাক্তিদের এগিয়ে আসা উচিত।তিনি আকতার-আছেফা মেমোরিয়াল ট্রাস্টকে ধন্যবাদ জ্ঞাপণ করেন।