চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গেল বুধবারের টানা বর্ষণে আধুনগর ইউনিয়নে হাতিয়ার খাল, ডলু খালের পানি বিপদ সীমায় অতিক্রম করায় গ্রামীণ সড়কে ব্যাপক ভাঙন দেখা দেয়। পানি নেমে যাওয়ার পর সড়কের ক্ষতগুলো দৃশ্যমান হতে শুরু করে। রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায়; ভোগান্তিতে পড়েছে ইউনিয়নের হাজার হাজার মানুষ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহসান হাবীব জিতু কে নিয়ে গ্রামীণ সড়কের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছেন আধুনগর ইউপির চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দীন।
শুক্রবার (২রা জুলাই) বিকেলে পায়ে হেঁটে চেয়ারম্যান নাজিম ভাঙন কবলিত এলাকা ইউএনও জিতুকে ঘুরে দেখান। জিতু ভাঙনকবলিত ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের খোঁজ-খবর নেন। তাদের দুঃখ-দুর্দশা স্বচক্ষে দেখে ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। সড়ক মেরামতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উপজেলার ইউএনও’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর সু-দৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য: আগের দিন বৃহস্পতিবার ইউনিয়নের পানিবন্দি মানুষের মাঝে চেয়ারম্যান নাজিমের ব্যাক্তিগত উদ্যোগে শুকনো খাবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।