করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত কঠোর লকডাউনে বিধিনিষেধ অমান্য করায় গেল এক সপ্তাহে চট্টগ্রামের লোহাগাড়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২’শ ৩৬ মামলায় ১ লক্ষ ১৭ হাজার ৮৫০ টাকা জরিমানা করেছে লোহাগাড়া উপজেলার প্রশাসন।
গেল বৃহস্পতিবার (১ জুলাই) প্রথম দিন থেকে আজ সপ্তমদিন পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ-সব জরিমানা আদায় করায় হয়। উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নের মাঠে রয়েছে উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী। সাথে ছিলেন সেনাবাহিনী ১০ পদাতিক ডিভিশনের আলিকদম ২৭ বীরের ক্যাপ্টেন মো. যাযাউল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকের হোসেন মাহমুদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান হাবীব জিতু জানান, জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় অনর্থক ঘোরাফেরা, মাস্ক পরিধান না করা, মোটরসাইকেলে দুইজন আরোহনসহ বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা করা হচ্ছে।
সরকারের নির্দেশনা অনুযায়ী করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।