চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রযুক্তির বাইরে থাকা সাধারণ মানুষকে ভ্যাকসিন সেবার আওতায় আনতে বিনামূল্যে অনলাইন রেজিস্ট্রেশন করে দিচ্ছে ছাত্রলীগের একটি টিম।
গত এক সপ্তাহে ধরে উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানে, মানুষের ঘরবাড়ি গিয়ে করোনা টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম চালাচ্ছে।
টিমের প্রধান মোহাম্মদ সোহেল জানান, অনলাইন রেজিস্ট্রেশন ছাড়া করোনা ভ্যাকসিন গ্রহণের সুযোগ নেই। তাই সাধারণ মানুষের সুবিধার্থে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এই কর্মসূচিতে যোগ দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া। এসময় তিনি আতঙ্কিত না হয়ে (৩৫ ঊর্ধ্ব ব্যক্তিদের) করোনা টিকা নেওয়ার আহ্বান জানান।
তাদের এই কর্মসূচি চলাকালে ছাত্রলীগের পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা যোগ দিয়ে ভ্যাকসিন নিতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।