চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, করোনার ঝুঁকি কমাতে হলে সরকারকে ৮০% জনসাধারণকে টিকার আওতায় আনতে হবে। দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় পরিণত হয়েছে। দেশের এই করোনাকালীন দুর্যোগ পরিস্থিতিতে সরকারি হাসপাতালগুলোতে ঢেলে সাজানো দরকার। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি ও অপরিপক্কতার কারণেই আজ এই বেহাল দশা সৃষ্টি হচ্ছে। দেশের হাসপাতালগুলোর এখন করোনা আক্রান্ত রোগী কানায় কানায় পরিপূর্ণ। সিট এর অভাবে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছোটাছুটি করছে রোগী। এমতঅবস্থায় সরকারি ও বেসরকারি উদ্যোগে করোনা রোগীদের জন্য ফিল হাসপাতাল তৈরি করা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।
ডা.শাহাদাত হোসেন আরো বলেন, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে যেহেতু লকডাউন শীতল করা হয়েছে। সে ক্ষেত্রে ঘর থেকে বের হলেই স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সকলকে মাস্ক পরিধান করার আহ্বান জানান।
তিনি গতকাল সকালে সিআরবি এলাকায় অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ কালে এ কথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন,দেশে এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে। ভোটারবিহীন এই কর্তৃত্ববাদী সরকার এখন জনগণের সকল অধিকার হরণ করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ হাহাকার করছে। বাজার মনিটরিংয়ে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। সিন্ডিকেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম, চকবাজার থানা বিএনপির সাধারণ সম্পাদক নূর হোসেন, যুগ্ম সম্পাদক বেলায় প্রমুখ নেতৃবৃন্দ।