লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সামাজিক সংগঠন খন্দকার পাড়া একতা সংঘের ২০২১-২০২২ সালের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি মুহাম্মদ ফরমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মহি উদ্দীন।
করোনা প্যান্ডেমিকে স্বাস্থ্য বিধির কথা মাথায় রেখে অনলাইনে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়। শুক্রবার (৩০শে জুলাই) বিকেল ৩.৩০ টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত অনলাইনে সদস্যরা ভোট প্রদান করেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাজ্জাদ হোসেন সহ-সভাপতি, শওকত ইসলাম রিফাত যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ রায়হান সাংগঠনিক সম্পাদক, আবদুল্লাহ সহ- সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ লাবিব প্রচার ও প্রকাশনা সম্পাদক, হাফেজ মোহাম্মদ জুবায়ের ধর্ম বিষয়ক সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক জবাবে, কায়েস ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছে।
নির্বাচন পরিচালনা দায়িত্বে ছিলেন সাকিল আজম, মোহাম্মদ রাশেল, সাইফুল আজম ছুট্টু।