1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে দলিল জালিয়াতি করে বসতভিটা দখল, রিজার্ভ বনভুমিতে প্রকাশ্যে পাকা ঘর নির্মান! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

খুটাখালীতে দলিল জালিয়াতি করে বসতভিটা দখল, রিজার্ভ বনভুমিতে প্রকাশ্যে পাকা ঘর নির্মান!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৯৭ বার

মাত্র ১৩ কড়া রিজার্ভ দখলীয় বসতভিটার দলিল জালিয়াতি করে পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

প্রশাসনকে তোয়াক্কা না করে প্রভাবশালীরা পুরাতন বসতবাড়ির ভিতরে পাকা ঘর নির্মানের কাজ চালিয়ে গেলেও স্থানীয় বনবিভাগ নিরব রয়েছে।

এমনতর ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেদাকচ্ছপিয়া বনবিভাগের বাককুম পাড়া গ্রামে।

এমনকি একটি মহল দখলদারকে সহায়তা করছে বলেও অভিযোগ তুলেছেন বসতবাড়ির মালিক মোঃ সোলাইমান(৬২)। তিনি জমিটি দখলমুক্ত করতে স্থানীয় পরিষদ ও চকরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

ভুক্তভোগী পরিবার থানা পুলিশের হস্তক্ষেপ চেয়ে লিখিত অভিযোগ করলেও দখলদারদের নানা হুমকিতে তারা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন বলে জানা গেছে।

উপজেলার খুটাখালী ইউনিয়নের বাক্কুমপাড়ার মৃত আবদুচ ছত্তারের পুত্র মোঃ সোলাইমানের অভিযোগে জানা গেছে, দীর্ঘ ৩ দশক ধরে তারা তিন ভাই বর্নিত এলাকায় খাস দখলীয় ৩৯ কড়া জমিতে বসবাস করে আসছিলেন। তাদের মধ্যে ১৩ কড়া করে বসতভিটা ভাগজাতনামা করা হয়। এসময় তারপ্রাপ্ত ১৩ কড়া বসতভিটা অপর ভাই মোঃ কালুর জিম্মায় রেখে তিনি একই এলাকায় জমি কিনে সপরিবারে বসবাস শুরু করেন।

কিছুদিন পুর্বে তার ভাই মোঃ কালু ও বদি আলম মৃত্যুবরন করেন। ভাইদের মৃত্যুর পর বসতভিটা দখল করতে মরিয়া হয়ে উঠে মোঃ কালুর পরিবার।

একপর্যায়ে তারা নানা ষড়যন্ত্রের মাধ্যমে জোরপুর্বক বসতভিটা দখল করে পুরাতন ঘরের ভিতরে পাকা ঘর নির্মান কাজ শুরু করেন।

বৃদ্ধ মোঃ সোলাইমান জানান, আমার ভাতিজারা মিথ্যা দলিল সৃজন করে আমার টিপসহি জালিয়াতির মাধ্যমে আমাকে হয়রানি করছে।

আমি নিরক্ষর, আমি কোন সময় দলিলে টিপসহি দিইনি। টিপসহিতে নেই বং এর পরিচয়। এমনকি দলিলে স্থানীয় মোজাফফর, মতলি, মুজিবকে সাক্ষী রাখা হয়েছে। তাদের জবানবন্দি নেয়া হলে থলের বিড়াল বের হয়ে আসবে।

তিনি আরো বলেন, বিগত ১২ জুন স্থানীয়দের মধ্যস্থতায় বসতভিটার দখল বুঝিয়ে দেয়ার কথা থাকলেও মোঃ কালুর পুত্ররা বসতভিটা দিবে না, কৌশলে অন্যত্র দখল বিক্রি করে দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিয়ে আমার পুত্রদের জানে মেরে লাশ গুম করে ফেলা হবে বলে প্রকাশ্যে হাঁকাবকা করছেন।

এ ঘটনায় মোঃ সোলাইমান বাদী হয়ে গত ১২ জুন চকরিয়া থানায় ৪ জনকে আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন। এতে বর্নিত এলাকার মোঃ কালুর পুত্র মোঃ রফিক (৩০),আবদুল হাকিম (৪৫) শফিকুল ইসলাম (২৬) ও আবদুল হাকিমের স্ত্রী আরফা বেগম(৩৫) কে আসামী করা হয়েছে।

স্খানীয়দের মতে, বসতভিটার মালিকানা ফিরে পেতে মোঃ সোলাইমান প্রশাসনের ধারে ধারে ঘুরলেও অভিযুক্তরা পুর্বে থেকে একটি জাল দলিল তৈরি করে জমিটি জোরপূর্বক দখল করে নিয়েছেন।

এসব কাগজপত্র প্রকাশ্যে আনা হলে জানা যাবে মোঃ সোলাইমানের টিপসই জাল করার চাঞ্চল্যকর কাহিনী।

পাশাপাশি প্রকৃত মালিক মোঃ সোলাইমানের কাছ থেকে কিনেছেন বলে যে জাল দলিল করেছেন। এতে তার টিপসই যে জাল করেছেন তা ফরেনসিক পরীক্ষা করা হলে প্রমাণিত হবে বলে জানায় এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম