কিশোরগঞ্জের তাড়াইলে মার্ডার মামলার ওয়ারেন্টের আসামীকে আটক করেছে থানা পুলিশ।আটককৃত আসামী হলেন,দিগদাইড় পূর্বপাড়ার মৃত আলী নেওয়াজ মুন্সির ছেলে সাবদ আলী ওরফে সাদত আলী(৫৫)।
জানা গেছে,শুক্রবার(৯জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করতে থানায় আসেন সাবদ আলী ওরফে সাদত আলী।এ সময় ডিউটি অফিসার ২০০৮ সালের একটি মার্ডার মামলার ওয়ারেন্টের আসামী সাদত আলীকে চিনতে পেরে হাতেনাতে আটকের পর বেলা ১টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান,২০০৮ সালে উপজেলার দিগদাইড় গ্রামের বজলু মিয়ার ছেলে ২য় শ্রেণিতে পড়ুয়া জামাল মিয়া(০৮) মার্ডার মামলার ওয়ারেন্টভূক্ত আসামী সাবদ আলী ওরফে সাদত আলীকে ধরার জন্য অনেকবার চেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামী সাবদ আলী ওরফে সাদত আলীর বিরুদ্ধে তাড়াইল থানার মামলা নং- ৭(১১)০৮। ধারা- ৩০২/৩৪ দন্ডবিধি।