হাটহাজারী পৌর সদরে অভিযানে নামলেন নবযোগদানকৃত ইউএনও সাহিদুল আলম।
কঠোর লকডাউনে বিকাল ৫ টার পর দোকান খোলা রেখে আইন অমান্য এবং বিভিন্ন আইন অমান্যের কারণে ৭টি মামলায় ৮,১০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও সাহেদুল আলম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরীফ উল্যাহ’র নেতৃত্বে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি ফোর্সের সহায়তায় মঙ্গলবার ( ১৩ জুলাই) হাটহাজারী পৌর এলাকার কাচারী সড়ক, বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
হাটহাজারী উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মো. সাহিদুল আলম এর আজ এটাই প্রথম ভ্রাম্যমান আদালতের অভিযান।
নতুন ইউএনওতথা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিদুল আলম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শরীফ উল্যাহ-এর নেতৃত্বে এসময় করোনা সংক্রমণ রোধে জনসচেতনতায় ব্যাপক মাইকিং করা হয়।
নির্বাহী অফিসার মো. সাহিদুল আলম জানান, সরকার নির্দেশিত আইনসমূহ অমান্যে এমন অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ্য যে, গত ১১ জুলাই বর্তমান উপজেলা নির্বাহী অফিসার সাহিদুল আলম প্রাক্তণ ইউএনও মো. রুহুল আমিন হতে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি মেহেরপুর জেলা পরিষদের সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন।
এদিকে প্রাক্তণ ইউএনও মো. রুহুল আমিন বাংলাদেশ টি বোর্ডের উপ সচিব হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন।