নরসিংদীতে করোনায় আক্রান্ত অসহায় সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে জেলা বিএনপি কর্তৃক পরিচালিত হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় চিনিশপুর নরসিংদী জেলা বিএনপি’র কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস্ এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় করোনা পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালে হেল্প সেন্টার উদ্বোধন করেন।
হেল্প সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, সহ-সভাপতি এড. আব্দুল বাছেদ, শহর বিএনপি’র সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আকবর হোসেন, ডা.হাসান আল জামি, ডা.আব্দুর রাজ্জাক, শাজাহান মোল্লা, আমিনুল হক বাচ্চু, যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক মোকারম ভূঁইয়া, জাহিদুল ইসলাম জাহিদ ডাঃ নাছির উদ্দিন সরকার সহ বিএনপির সহযোগী অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।