নোয়াখালী জেলার মাইজদি ভুলু স্টেডিয়ামে স্থাপিত ডেডিকেটেড করোনা হাসপাতালে যুক্ত হতে যাচ্ছে ৩০ শয্যার নতুন একটি ইউনিট।
০১ জুলাই (বৃহস্পতিবার) জেলা প্রশাসক, নোয়াখালী জনাব মোহাম্মদ খোরশেদ আলম খান করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলির উপর আরোপিত বিধি-নিষেধ কার্যক্রম তদারকির পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় নোয়াখালী জেলার কোভিড হাসপাতালের সার্বিক প্রস্তুতি এবং ৩০ শয্যা বিশিষ্ট নতুন একটি কোভিড ইউনিট চালুর কার্যক্রম পরিদর্শন করেন। এ নিয়ে জেলা ডেডিকেটেড কোভিড হাসপাতালে মোট বেড সংখ্যা দাঁড়ালে ১৫০টি। উল্লেখ্য সারা দেশের ন্যায় নোয়াখালীতেও করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় করোনা মোকাবেলার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনাব ডাঃ মাসুম ইফতেখার সিভিল সার্জন নোয়াখালী, মোঃ কামরুল হাসান নির্বাহী প্রকৌশলী গণপূর্ত বিভাগ নোয়াখালী, নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা করোনা নিয়ন্ত্রন কমিটি।