হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শরীফ উল্যাহ সিনিয়র সহকারী কমিশনার হিসেবে পরবর্তী পদায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করতে যাচ্ছেন।
হাটহাজারীতে যোগদানের ১ বছর ৫ মাস দায়িত্ব পালনের পর পদোন্নতিসূত্রে বিদায়কালে সংক্ষিপ্তাকারে গতকাল একটি বিদায় অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা রাজস্ব বিভাগ।
এতে উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তোলে দিয়েছেন। সক্রিয় দায়িত্বপালনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে এসিল্যান্ড শরীফ উল্যাহকে ধন্যবাদ জানান ইউএনও শাহিদুল আলম।
বিদায়ী এসিল্যান্ড শরীফ উল্যাহ বলেন- ‘আমার অফিস ও অধীনস্থ সকল অফিসের সহকর্মীগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
হাটহাজারীবাসী আমার কাছ থেকে প্রত্যাশিত সেবা কতটুকু পেয়েছেন, সে মূল্যায়ন তাঁরাই করবেন। তবে আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করেছি জনগণকে কাঙ্ক্ষিত সেবা সুন্দরভাবে দ্রুততার সাথে প্রদান করতে।
তিনি বলেন- ‘সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা, প্রাক্তন ইউএনও রুহুল আমিন স্যার এবং বর্তমান ইউএনও শাহিদুল আলম স্যার আমাকে সর্বোচ্চ সহায়তা করেছেন।’
এসময় সবার প্রতি বিশেষ অনুরোধ করে বলেন- সকলে স্বাস্থবিধি মেনে নিরাপদে থেকে সুস্থ থাকার সর্বোচ্চ চেষ্টা করবেন। কোনো ধরনের অবহেলা নয়। ভালো থাকবেন সবাই। আমার ও আমার পরিবারের জন্য দুআ করবেন।’