বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট পরিচালকের উদ্যোগে, বন্যপ্রাণী অপরাধ দমন ও উদঘাটন উপলক্ষে ২০ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ভার্চুয়াল মিটিংএর মাধ্যমে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রধান পরিচালক এ এস এম জহির উদ্দিন আকনের সভাপতিত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোঃ বায়েজিদ বোস্তামীর সঞ্চালনায় ভার্চুয়াল মিটিংএ বিভিন্ন বিষয় তুলে ধরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ সাইফুল্লাহ, সেচ্ছাসেবী সংগঠন আস্তার পরিচালক রিজভী আহমেদ , সেচ্ছাসেবী সংগঠন বৃক্ষের পরিচালক খুসবু হাসান, মানবতার জন্যের পরিচালক,শাহীন সরকারসহ আরো অনেকে।
গভীর রাতে সভাপতির বক্তব্য বন্যপ্রাণী অপরাধ ইউনিটের প্রধান পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন ভার্চুয়াল মিটিং এ অংশ গ্রহন করার জন্য সবাই ধন্যবাদ জানিয়ে বলেন ঈদের পূর্বের এই অনেকেই গুরুত্বপূর্ণ কাজ ফেলে মিটিং এ অংশ গ্রহন করেছেন আপনারাই পারবেন বন্যপ্রাণী দমনে এবং অপরাধ উদঘাটনে বিশেষ ভূমিকা রাখতে। আর যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা যেন স্বাস্থ্য বিধি মেনে অতি সর্তকতার সাথে কাজ করেন। পরিশেষে সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করেন।