1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বায়েজিদ লিংক রোডে কেজিডিসিএলের জায়গা ব্যাংকের সাইনবোর্ড লাগিয়ে দখল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে শোকের নাটক করেছিল। এমন ঘৃণ্য আচরণ শুধুমাত্র একজন পিশাচের পক্ষেই করা সম্ভব — মাহমুদুর রহমান মাগুরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেত্রী পান্না খাতুনের অপসারণের দাবিতে মানববন্ধন  মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আর্দশ ও রাষ্ট্র পরিচালনা কার্মপন্থা থেকে সরে আসায় ভারত আগ্রাসনের দুঃসাহস দেখিয়েছে অপরাধ দমনে সফলতার সঙ্গে কাজ করছেন আরএমপি পুলিশ ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে পিঁড়িতে বসে চুল কাটেন ৩৮ বছর ধরে – দিনেশ শর্মা নকলায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৮টি ইটভাটাকে ৪৭ লাখ টাকা জরিমানা গোদাগাড়ীতে মশা নিধন কর্মসূচী বাস্তবায়ন শীলকূপ ইউনিয়ন জামায়াতের সাধারণ সভা ও সেটাপ প্রোগ্রাম সম্পন্ন শীলকূপ ইউনিয়নে তারুণ্যের উৎসব উদযাপন

বায়েজিদ লিংক রোডে কেজিডিসিএলের জায়গা ব্যাংকের সাইনবোর্ড লাগিয়ে দখল

এম আর আমিন, চট্টগ্রাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৭৫ বার

বায়েজিদ -ফৌজদার হাট লিংক রোডে সরকারি জায়গা দখলের চলছে প্রতিযোগিতা। পর্যটন সম্ভাবনাময় এই সড়কের দুপাশে পাহাড় দখলে বেপরোয়া হয়ে ওঠেছে সংঘবদ্ধ বেশ কয়েকটি ভূমিদস্যু চক্র।

চক্রটি পাহাড় ও সড়কে পাশে সিডিএ জায়গা দখল করে লুটেপুটে খাচ্ছে জালালাবাদ, উত্তর পাহাড়তলী,জঙ্গল সলিমপুর,লতিফপুর এলাকার এক শ্রেণির ভূমি খেকো অসহায় নিরহদের জমিও সন্ত্রাসী কায়দায় ভোগ দখল করে জমিদারি করছে।

বেশিভাগই সরকারিদলের জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিবর্গ শুধু তাই নয়, ভূমিদস্যু চক্রে রয়েছে কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর।
দখলের তালিকায় আছেন সরকার দলের একাধিক জনপ্রতিনিধি ছাড়াও আওয়ামী লীগ, বিএনপির নেতৃস্থানীয় একাধিক নেতা,আছেন ব্যবসায়ী।

সূত্রে জানা গেছে সরকারি জায়গা দখলের পাশাপাশি ভূমিদস্যু চক্র বিভিন্ন ব্যক্তির কেনা জায়গা ও ভুয়া দলিলে দখল করে নিচ্ছে। ভুক্তভোগীরা স্হানীয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও ফল পাচ্ছে না।অবৈধ দখলকারীরা ভূয়া কাগজ পত্র সৃজন করে রাস্তার দুপাশে অসহায় মানুষের জায়গা গুলো নিজেদের দাবি করে দোকান ও ঘরবাড়ি গড়ে তুলছে।

সরেজমিনে দেখা যায় সড়কের দুপাশে দেয়াল নির্মান ও টিন দিয়ে নামে বেনামে ও বিভিন্ন ব্যাংকের সাইন বোড লাগিয়ে দখল করে রেখেছে। বায়েজিদ – ফৌজদার হাট লিংক রোড ৬ নং ব্রীজ পাশে বাউন্ডারি দেয়াল দিয়ে ঘিরে রাখা প্রায় ২০গন্ডা জায়গা ব্যবসায়ি নুর উদিন নামিয় লোকের দখলে নিয়েছেন।

তিনি খরিদ করা জায়গার পরিমান হচ্ছে ছয় গন্ডা তিন কড়া বা ১৩৫০ শতাংশ। যাহা উত্তর পাহাড়তলী মৌজার বি,এস, ১৮৫ দাগ। নিজের নামে খরিদদার। কিন্ত বাকি ১৪ গন্ডা জায়গা অসহায় মানুষেদের কে জোরপূর্বক উচ্ছেদ করে নিজের দখলে নিয়েছেন। শুধুই তাই নয়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ লাইনের জায়গা কেজিডিকেএলের অসাধু কিছু কর্মকর্তার যোগসাজশে ছয়শত জায়গা দখল করে নেয়।

বায়েজিদ -ফৌজদার হাট সংযোগ সড়কের পাশে সিডিএ জায়গা নিজ দখলে নিলে সিডিএ গত ১৪ জুন উচ্ছেদের সময় দেওয়াল ভেঙ্গে দিয়েছে উচ্ছেদের পর পর আবার নতুন করে রাতে আধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, ছিন্নমূল এলাকার সাধারণ বাসিন্দাদের বসতি বিটে এক শ্রেণির প্রভাবশালী মহলের কাছে নামে বেনামে সরকারি খাসের জায়গা হস্তান্তরিত করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ছিন্নমূলের সুপারি বাগান এলাকার আসেপাশে বিশাল এলাকা জুড়েই অদৃশ্য আধিপত্য বিস্তার করে চলছে সন্ত্রাসীরা
বাস্তুহারা ভূমিহীন পরিবার ছিন্নমূল এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন।

নুরুদ্দীনের প্লটের রাতের অন্ধকারে সন্ত্রাসীদের প্রত্যক্ষ ছত্রছায়ায় পাহাড় কাটা মাটি দিয়ে ভরাট চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তারা একটি পরিবারকে উচ্ছেদ করলে তারা দুটো যুবতী মেয়েসহ ছয় নং ব্রিজ এর নিচে আশ্রয় নেয় যেহেতু বর্ষা মৌসুমে অন্যত্র ঘর তৈরি করা সম্ভব না।

এই পরিবার উচ্ছেদ করেও ক্ষান্ত থাকেনি আসেপাশে কেউ যেন তাদের বাসা ভাড়া না দেয় তার জন্য স্থানীয়দের হুমকি দিয়েছে। এছাড়াও সুপারি বাগান এলাকায় সাধারণ মানুষের অভিযোগ রয়েছে।

এক ভুক্তভোগী জানান জোরপূর্বক ব্যক্তি মালিকানাধীন জমির মালিকেরা দখল দায়িত্বের প্রতিবাদ করলে গুন্ড বাহিনীর হাতে প্রতিদিন কেউ না কেউ লাঞ্চিত হচ্ছেন।

সিডিএ’র রাস্তার জায়গা দেখলের ব্যাপারে যোগাযোগ করা হলে চট্টগ্রাম উন্নয়ন কর্তপকক্ষ (চউক) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ বলেন সিডিএ’র জায়গা কেউ দখল করে রাখতে পারবেনা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম