মাগুরায় করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ ডেকোরেটর মিস্ত্রি ও বাবুর্চিসহ ৩৮০ জনের মাঝে ১২জুলাই সোমবার সকালে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মানবিক সহায়তার ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক সহায়তার ত্রান সামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও যুবলীগের আহবায়ক ফজলুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, করোনাকালীন সময়ে জেলা প্রশাসন জেলার বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ, কর্মহীন হয়ে পাড়া মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।