‘ভ্যাকসিন নিন নিরাপদে থাকুন’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ১৮ জুলাই রবিবার শহরের সরকারি হােসেন শহীদ সরোয়ার্দি কলেজের সামনে করােনা ভ্যাকসিনের ফ্রী নিবন্ধন কর্মসুচি শুরু করেছে। সকালে এ কর্মসুচির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভাকেট সাইফুজ্জামান শিখর।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মানান, মাগুরা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক আলী হাসান মুক্তাসহ আরো অনেকে।
ক্যাম্প সূত্রে জানা গেছে মাগুরার সাধারণ মানুষ যারা এখনাে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করেননি তারা স্বল্প সময়ে বিনামূল্যে এই ক্যাম্প থেকে ভ্যাকসিনের নিবন্ধন করতে পারবেন। এখানে প্রতিদিন সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।