চট্টগ্রামের রাউজান পৌরসভায় ওএম এসের আওতায় খোলা বাজারে চাউল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচীর আওতায় পৌরসভার ৯টি ওয়ার্ডে ৬ জন ডিলারের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে ৩০০ জন করে প্রতি কেজি ৩০ টাকা দরে প্রতিজন পাঁচ কেজি করে চাউল ক্রয় করতে পারবেন।
রবিবার (২৫ জুলাই) সকালে খোলা বাজারে চাউল বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ ও রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা তরুন কান্তি চাকমা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পৌর কাউন্সিলর কাজী ইকবাল, এডভোকেট দীলিপ কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার, পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিবলু প্রমুখ। কর্মসূচির প্রথম দিনে পৌরসভার ৮নং ওয়ার্ড, ৫নং ওয়ার্ড, ৩ নং ওয়ার্ড, ১ নং ওয়ার্ডে খোলা বাজারে চাউল বিক্রয় করা হয়।