1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ উভয় পক্ষে আহত- ৮ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী’র ৯ম শাহাদাত বার্ষিকীতে পৌর কাঠ ব্যবসায়ী সমিতির শ্রদ্ধাঞ্জলি  ফাদার’স এইড বাংলাদেশ কতৃক আয়োজিত “জুনিয়র ইসলামিক স্কলার’স ট্যালেন্ট সার্চ” বৃত্তি পরীক্ষার প্রথম রাউন্ড সেনবাগ উপজেলার সকল মাদ্রাসায় একযোগে অনুষ্ঠিত হয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন অপহরণের ৭ ঘণ্টা পর এক শ্রমিক উদ্ধার ২০২৪-২৫ সেশনের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্নাতক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি মাগুরায় বিএনপি’র দু-গ্রুপের সংঘর্ষে আহত-১০, বাড়ি-ঘর ভাংচুর! এলাকা থমথমে! বাবা ভুয়া মুক্তিযোদ্ধা হলেও সন্তান কোটায় চাকরি কুমিল্লার এসপি হচ্ছেন জুলাই বিপ্লবে গুলি করা ছাত্রলীগ ক্যাডার নাজির রাউজান পৌর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আজম- সম্পাদক ইকতিয়ার বিআইডব্লিউটিএর সিভিল ও সার্ভেয়ার জটিলতার অবসায় চায় কর্মকর্তারা ভুয়া চিকিৎসা সেবায় জরিমানা ১০ হাজার: সাংবাদিকদের হুমকি

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ উভয় পক্ষে আহত- ৮

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৫০ বার

লালমনিরহাটে জমি নিয়ে সংঘর্ষ উভয় পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল তদন্ত করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়নের কাজীর চওড়া (বসিনটারী) গ্রামের মৃত্যু আব্দার রহমানের ছেলে মোঃআছিমুদ্দি, মৃত্যু আবু বক্করের ছেলে মোঃ ফয়সাল, মোঃএকরামুল, মোঃএনারুল, মোঃ আছিমুদ্দির ছেলে মোঃবরকত আলী,তালেবের ছেলে মোঃমাহাবুব মোঃমজমুলের ছেলে মোঃশাকিব,একরামুলের ছেলে মোঃসুমন ও মোঃমাহাবুবের ছেলে মোঃ রাকিবসহ একদল ক্যাডার বাহীনি বৃহস্পতিবার রাত ১০ টার দিকে একই এলাকার মৃত্যু আবুল হোসেনের ছেলে মোঃ এরশাদুল হক,তার বৃদ্ধ মাতা ফাতেমা বেওয়া, মোঃ আবুতাহের, মোঃআশাদুল, মোঃদুলু, মোঃএরশাদুল হকের উপর পরিকল্পিত ভাবে লাঠি,বল্লম ও দেশীয় অস্ত্র দিয়ে তাদের বাড়ী ঘরে হামলা এবং বেধরক-মারপিট করলে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এতে ওই ৬ জন গুরুত্বর আহত হলে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে প্রতিপক্ষ মোঃআছিমুদ্দিসহ আরও ১ জন আহত হন। এঘটনায় উভয় পক্ষে ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের লোকজন এখনো চিকিৎসাধীন থাকলেও তাদের বাড়ীতে থাকা লোকজনের মধ্যে আবারো সংঘর্ষ বেঁধে যাওয়ার আশংকা রয়েছে বলে এলাকাবাসী জানান। রোববার দুপুর ২ টার দিকে মোঃএরাশাদুল হক গং এর লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল তদন্ত করেছেন, লালমনিরহাট সদর থানার এস আই মোঃ রেজাউল করিম রেজা তিনি লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার কথা নিশ্চিত করেছেন। তবে এরিপোট লেখা পযন্তঁ কাউকে গ্রেফতার করা হয়নি। বিষয়টি নিয়ে উভয় পক্ষে থম- থমে অবস্থা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম