মুন্সীগঞ্জের সিরাজদিখানে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তারনের রুহের মাগফেরাত কামনায় স্বাস্থ্যবিধি মেনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার আসরের নামাজের পরে ইউনিয়নের নন্দন কোনা গ্রামের খাজা গরীবে নেওয়াজ বাইতুর নুর জামে মসজিদের বারান্দায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করেন কোলা ইউনিয়ন আওয়ামীলীগের ১নং যুগ্ন আহবায়ক ও মহিলা ইউপি সদস্য রওশনারা বেগম।
দোয়া মাহফিলে অংশগ্রহণ কোলা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, করেন সাবেক সাধারণ সম্পাদক নুর ইসলাম শেখ, কোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান রানা মাসুদ, সহ-সভাপতি হাসেম সরদার, সাধারণ সম্পাদক নোভেল হাওলাদার, যুগ্মসাধারণ সম্পাদক মহসিন আলম, অর্থ বিষয়ক সম্পাদক নাইম সেখ, ক্রীড়া সম্পাদক শুভ শেখ, কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিদ্যুৎ মোল্লা, সহ সভাপতি জয়নাল, যুগ্মসাধারণ সম্পাদক দীপু শেখ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলীসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।