বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১৫-আগস্ট) সকাল থেকে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা উপজেলা আওয়ামী লীগ। এরপর যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা শ্রদ্ধা জানায়।এছাড়াও অনান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনা সভা, বৃক্ষরোপন এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।