সাভারের আশুলিয়ায় ক্লুলেস হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার,আশুলিয়ার জামগড়া এলাকা থেকে অজ্ঞাত গলিত মরদেহ (কংকাল) উদ্ধারের পর ক্লুলেস সেই হত্যাকাণ্ডের মূলহোতা মোঃ সাব্বিরসহ তিনজনকে বিভিন্ন জেলা থেকে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ বিষয়ে আজ বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব-১ এর অধিনায়ক (সিও)।