বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন এর দিক নিদের্শনায় ঘুমধুম তদন্ত কেন্দ্রের (ওসি) দেলোয়ার হোসেন’র নেতৃত্বে এসআই আল আমিন সঙ্গীয় এ এসআই অলি উল্লাহ, খালেদ মোশারফসহ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ টিম শুক্রবার সকাল দিকে ঘুমধুম বাংলাদেশ-মায়ানমার মৈত্রী সড়কের বেতবুনিয়া প্রবেশ মুখে নুরুল আলমের গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী শুরু করে।
এসময় কার গাড়ীর স্পেয়ার চাকার ভিতর অভিনব কায়দায় লুকায়িত ৮৯ হাজার ৬০০ পিস ইয়াবাসহ আব্দু রহিম নামের একজন ( ৫৭)কে গ্রেফতার করে।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মুল্য ২ কোটি ৬৮ লাখ টাকা।এসময় ইয়াবা বহন কাজে ব্যবহৃত চট্ট-মেট্রো-গ-১২-৪৭৬১ নাম্বারের প্রাইভেট কারও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দু রহিম( ৫৭) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সৈয়দ আহমদের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন।