দেশের বর্তমান বৈশ্বিক করোনা মহামারী সংক্রমনের ফলে সারাদেশের ন্যায় লকডাউনে কর্মহীন হয়ে পড়া গাজীপুর সিটি করপোরেশনের ১,২,৩ নং ওয়ার্ডের কর্মহীন দিন মজুরদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের প্রস্তুতি চলছে।
বুধবার (৪ আগস্ট) বিকাল তিনটা থেকে গাজীপুর সিটি করপোরেশনের ১,২,৩ নং ওয়ার্ডের কর্মহীন দিন মজুরদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের প্রস্তুতি নিচ্ছেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এডঃ জাহাঙ্গীর আলম এর নির্দেশনা অনুযায়ী নারী নেত্রী সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ নাজনীন আক্তার ছিন্ডার তত্বাবধানে সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডের নারী নেত্রী গাজীপুর সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোছাঃ নাজনীন আক্তার ছিন্ডা নিজে তার নির্বাচিত ওয়ার্ডের কর্মহীন দিন মজুরদের মাঝে সিটি করপোরেশনের বাঝেট কৃত ১ টন চাউল ১০০ জন পরিবারের মাঝে বিতরণের জন্য নিজ কার্যালয়ে প্রস্তুতি সম্পন্ন করেন।
তিনি এ প্রতিবেদককে বলেন, সারাবিশ্বের ন্যায় আমাদের দেশে বর্তমান করোনা পরিস্থিতিতে কয়েক দফা লগডাউনে কর্মহীন দিন মজুরদের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হবে। আমাদের সমাজে যারা বিত্তবান আছেন তাদেরও প্রতিবেশীদের দেখভালের নৈতিক দায়িত্ব বলে মনে করি তাই সকলকেই স্বাস্থ্য বিধি মেনে করোনার টিকা গ্রহন করে। মাস্ক ব্যাবহার করে চলার আহ্বান করছি।