নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৫ই আগস্ট ২০২১ তারিখে ৭২তম জন্মবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট,নির্বাহী অফিসার অমিত চক্রবর্তী, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু শফি মাহমুদ, কৃষি অফিসার হাবিবুর রহমান,কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল, পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম শরিফ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু হাসনাত সরকারসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আ’লীগের সভাপতি জাকির হোসন বাবুল, সাধারণ সম্পাদক মশিয়ার রহমান,এমপি প্রতিনিধি রেজাউল আলম স্বপন এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ ।