গাজীপুর মহানগর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৬ তম শাহাদত বার্ষিকীর আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক সুমন আহম্মেদ শান্ত বাবু’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি’র নগর পিতা আলহাজ্ব এড. জাহাঙ্গীর আলম।
সভাপতিত্ব করেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব মোঃ সুমন আহমেদ শান্ত বাবু’র শুভেচ্ছা বক্তব্যের মর্ধ্য দিয়ে শুরু হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ রাজিবুল হাসান রাজিব,কাশিমপুর থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আলমগীর হোসেন খান, মনির খান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সহ আরও অনেকে। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এক দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।