কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম সৈয়দ আহমেদের তৃতীয় ছেলে বিশিষ্ট সমাজসেবক মো: ফরিদ আহমেদ (৬৫) রবিবার সকাল সাড়ে এগারটায় ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজীউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার রাত বা’দ এ’শা বাতিসা ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে বিশিষ্ট সমাজসেবক ফরিদ আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন চৌদ্দগ্রামের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।