মাগুরার মহম্মদপুরে ঢাকা থেকে বিয়ের পর হেলিকপ্টারে চড়ে গ্রামে নববধূকে নিয়ে আসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আব্বাস আল কোরেসী।
২০ আগস্ট (শুক্রবার) বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের আমিনুর রহমান ডিগ্রি কলেজ মাঠে নববধূকে বহনকারী হেলিকপ্টারটি নামলে বর-কনেকে দেখতে হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায়।
আব্বাস আল কোরেসী মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের হাজীবাড়ি এলাকার আলহাজ্ব এটিএম আবদুল ওমর ফারুকের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বের হওয়া শিক্ষার্থী আব্বাস ২০ আগষ্ট শুক্রবার দুপুরে ঢাকার আগারগাঁ এলাকায় সরকারের পাট ও বস্ত মন্ত্রালয়ের পার্সোনাল অফিসার আমিনুর রহমানের কন্যা ফরিদপুর মেডিকেল কলেজের ফাইনাল বর্ষের ছাত্রী জান্নাতুল নাইমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেখানে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা হয়। পরে স্ত্রীকে হেলিকপ্টারে চড়িয়ে মাগুরার মহম্মদপুরের হাজীবাড়ীর বাবার বাড়িতে নিয়ে আসেন আব্বাস।
বিকাল ৫টার দিকে আমিনুর রহমান কলেজ মাঠে হেলিকপ্টারটি নামলে বর ও কনেকে বরণ করে নেন আব্বাসের পরিবারের লোকজন। আব্বাসের এমন জাকজমকপূর্ণ বিয়েতে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি করেছে।
মহম্মদপুর থানার ওসি নাসির উদ্দীন বলেন, নববধূকে নিয়ে হেলিপ্টার যোগে মাগুরার মহম্মদপুরে আসার বিষয়ে আগে থেকেই আব্বাসের পরিবারের পক্ষ থেকে লিখিত অনুমতি নিয়েছে।