1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা প্রতিপক্ষের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার

তিতাসে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা প্রতিপক্ষের

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ১৮৩ বার

কুমিল্লার তিতাস উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে আল-আমিন (২২) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ করেছে আহত যুবকের পরিবারের। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক সাত টায় উপজেলার কলাকান্দি ইউনিয়নের উত্তর মানিক নগর গ্রামের এরশাদ মিয়ার বাড়িরর সামনে। এসময় আহত যুবকের স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে আল-আমিনকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত যুবক উপজেলার কলাকান্দি ইউনিয়নের কালাচান্দকান্দি গ্রামের শহিদ মিয়ার ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আল-আমিনসহ ৩০/৪০জন যুবক পাশ্ববর্তী মুরাদনগর উপজেলার জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল খেলা পিকআপ যোগে বাড়ি ফেরার পথে খানেবাড়ি গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসে পৌছালে কালাচান্দকান্দি গ্রামের হেলাল, জাহাঙ্গীর গং পূর্ব পরিকল্পিতভাবে আগে থেকে ওতপেতে থাকা সংঘবদ্ধ দলটি আল-আমিনের পথরোধ করে।

এসময় আল-আমিন নিজেকে আত্মরক্ষা করতে দৌড়ে উত্তর মানিক নগর এরশাদ মিয়ার বাড়িতে পৌঁছলে ওইখানেই সংঘবদ্ধ দলটি তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। দক্ষিণ মানিক নগর গ্রামের মজিবুর বলেন, আমরা কাউকে চিনিনা দেখলাম ২০/৩০জন ছেলে জাহাপুর বটতলী মাঠ থেকে ফুটবল খেলা দেখে পিকআপ দিয়ে আসছে এমন সময় স্কুলের সামনে এসে গাড়িটি থামলে গাড়িতে থাকা সবায় নেমে এদিক সেদিক দৌড়ে চলে যায়। শুধু একজনকে কয়েকজনে দৌড়াইয়া উত্তর দিকে নিয়ে যেতে দেখলাম। পরে শুনি কালাচান্দকান্দির একজনকে এলোপাতাড়ি কুপিয়ে একটি পা ভেঙ্গে ফেলছে।

আহত আল-আমিনের বাবা শহিদ মিয়া বলেন, ছেলে আল-আমিন জাহাপুর থেকে ফুটবল খেলা দেখে আসার পথে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে আমার ছেলেকে হেলাল ও জাহাঙ্গীর গং হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ী কুপিয়েছে।

এদিকে হেলাল ঘটনার সাথে জরিতর বিষয়টি অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি বাহার চেয়ারম্যানের সাথে বাতাকান্দি ছিলাম। এবিষয়ে কলাকান্দি ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জের বলে ধারনা করা হচ্ছে। এর আগে রমজান মাসে আল-আমিন, রাসেল, সোহেল ও দিদারগং সংঘবদ্ধ হয়ে হেলাল-জাহাঙ্গীরসহ কয়েকজনকে কুপিয়ে আহত করেছে ওই ঘটনায় মামলা বিচারাধীন আছে।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস বলেন, কলাকান্দিতে একজনকে কুপিয়েছে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং আহত যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছি। এখনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবো এবং জড়িতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম