চট্টগ্রামের হাটহাজারীতে অবস্থিত ‘নাজিরহাট কলেজ’ দীঘিতে সোমবার (১৬আগস্ট) হাত জাল প্রতিযোগিতার আয়োজনে আয়োজকদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে শিকারীগণ।
মাছ শিকারীদের মধ্যে কয়েকজন অভিযোগ করে বলেন- ‘৮ হাজার ও ৪ হাজার টাকা করে সিট ক্রয় করলেও সারাদিন জাল দিয়ে সন্তোষজনক মাছ উঠেনি জালে। যা উঠেছে তাতে আমাদের আসা যাওয়া ও সারাদিনের খরচের টাকাও উঠবে না।’
বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ শিকারীরা প্রতিবাদ করায় আয়োজক কর্তৃপক্ষের হামলায় আহত হয়েছেন কয়েকজন।
আহতরা হলেন-আবু জাহেদ ইব্রাহিম (৩২) রাকিব (২৮) খোরশেদ (৪০), তুষার (২৫) রিফাত এবং অজ্ঞাত আরো কয়েকজন।
আহত আবু জাহেদ ইব্রাহিম হাটহাজারী থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।