“সমাজসেবা যে জন করে পা বাড়ালেই পুণ্য বাড়ে ” এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২০-২১ অর্থবছরের বিশেষ অনুদান ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা সমাজ সেবার উপ পরিচালক মো.নজরুল ইসলাম পাটওয়ারী এর সভাপতিত্বে নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ৩৭ টি সেচ্ছাসেবী সংগঠনকে ২৩ লাখ ৭৬ হাজার ও বিভিন্ন দুস্থ, অসহায়দের মাঝে ১২০ জনকে ৬ লাখ ৬৭ হাজার টাকা করে প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খােরশেদ আলম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, সহকারী পরিচালক মো. বেলাল হোসেন, সহকারী পরিচালক আবুল কাশেম।