মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমান ট্রাকসেলের মাধ্যমে ন্যায্য মূল্যে পন্য বিক্রি করছে ট্রেডিং কপোর্রেশন অব বাংলাদেশ(টিসিবি)। উপজেলা নিবার্হী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ এর নির্দেশে উপজেলার বিভিন্ন পয়েন্টে টিসিবির পন্য বিক্রির ধারাবাহিকতায় বুধবার দুপুরে বীরতারা বাজারে এই পন্য বিক্রি করা হয়। বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিম হোসেন খাঁন বীরতারা ইউনিয়নে পন্য বিক্রি কর্মসূচী তদারকি করেন। এসময় বীরতারা ইউনিয়নের শতাধিক নারী ও পুরুষ ক্রেতা টিসিবির পন্য ক্রয় করেন।
টিসিবির ডিলার সূত্র জানায়, প্রতি কেজি চিনি, ডাল ও ছোলা ৫৫ টাকা, সয়াবিন তেল ১০০ টাকা,পেঁয়াজ ২০ টাকা ও খেজুর ৮০ টাকায় বিক্রি করা হয়।
শ্রীনগর উপজেলা নিবার্হী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে ন্যায্য মূল্যে ট্রাকসেলের মাধ্যমে টিসিবির পন্য বিক্রি অব্যাহত রয়েছে। আগামী ২৬ আগষ্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে।