1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফুলছড়ির সাংবাদিক বাবু’র উপর সন্ত্রাসী হামলার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় হত্যা মামলায় বিএনপি নেতাদের নাম থাকার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত কিশলয় প্রতিষ্টাতা চৌধুরী মুহাম্মদ তৈয়ব’র স্মরণ সভায় বক্তারা- “তিনি শুধু শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন সকলের অনুপ্রেরণার উৎস” বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি ঠাকুরগাঁও সরকারি কলেজে এক মতবিনিময় সভায় বক্তব্যে বলেন- বড়লোকের ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে না– জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য বিদ্যাপীঠ ইকো পাঠশালা এন্ড কলেজের রজতজয়ন্তী ! ঠাকুরগাঁওয়ে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ! ঠাকুরগাঁওয়ে হরিপুরে জমি দখল নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধশত, ১৪৪ ধারা জারি তিতাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নারী কেলেঙ্কারির মহানায়ক উপ-প্রশাসনিক কর্মকর্তা হাফিজুর রহমানের বদলি :জনমনে অসন্তোষ

ফুলছড়ির সাংবাদিক বাবু’র উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৩৯৭ বার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের সাংবাদিক মেহেদী হাসান বাবু’র (৪০) উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত রোববার রাত পৌনে ৯টার দিকে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৫ অগাস্ট) রাতেই গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে হামলার শিকার ওই সাংবাদিক।

অভিযোগে জানা যায়, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক আমাদের নতুন সময়ের ফুলছড়ি উপজেলা প্রতিনিধি এবং গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ধনারপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা মশিউর রহমান চাঁনের পুত্র মেহেদী হাসান বাবুর সাথে গাইবান্ধা শহরের ইসলাম প্লাজার বাসিন্দা শহিদুল ইসলাম জীবনের বেশ কিছুদিন থেকে মনোমালিন্য চলে আসছিল।
এনিয়ে তিনি সাংবাদিক মেহেদী হাসান বাবুকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। শহিদুল ইসলাম জীবন রোববার (১৫ অগাস্ট) সন্ধ্যায় মোবাইল ফোনে সাংবাদিক মেহেদী হাসান বাবুকে শহরে ডেকে নেন। একপর্যায়ে রাত পৌনে ৯টার দিকে শহিদুল ইসলাম জীবন সাংবাদিক মেহেদী হাসান বাবুকে সঙ্গে নিয়ে গাইবান্ধা শহরের ১নং রেলগেটে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে শহিদুল ইসলাম জীবনের নির্দেশে মাদক কারবারী, একাধিক মামলার আসামী গাইবান্ধা শহরের রেলওয়ে কলোনীর বাসিন্দা অলিপ খান ও মহুরীপাড়ার বাসিন্দা রাহুল খান ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মেহেদী হাসান বাবুর উপর হামলা করে।

এসময় তারা কয়েক দফা অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করেও লক্ষ্যভ্রষ্ট হয়। তাদের আঘাতে সাংবাদিক মেহেদী হাসান বাবু কিছুটা আহত হন। পরবর্তীতে তিনি গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। এঘটনায় সাংবাদিক মেহেদী হাসান বাবু রোববার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের নামীয় ও অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত করে গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে গাইবান্ধা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ বলেন, সাংবাদিক মেহেদী হাসান বাবুর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net