পরি মণি আদালত থেকে জামিন পেলেও কারাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন না ঢাকাইয়া সিনেমার নায়িকা পরীমনি। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন এ প্রতিবেদককে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজকে আর তাকে মুক্তি দেয়া সম্ভব হচ্ছে না। আদেশ পৌঁছাতে দেরি হয়ে গেছে।
বুধবার (১ সেপ্টেম্বর) সকালে তিনি মুক্তি পাবেন।’
দুপুরে পরীমনির জামিনের খবর পেয়ে বিকেল থেকে কারাফটকে উৎসুক মানুষ তাকে দেখার জন্য ভিড় করতে শুরু করে। তবে সেখানে পরীমনির স্বজনের কাউকে দেখা যায়নি।
হালিমা খাতুন এ বিষয়ে বলেন, ‘তারা হয়তো আগেই জানতেন কাগজ পৌঁছাতে দেরি হবে। তাই আজকে তার স্বজনরা কেউই আসেননি।’
পরীমনির আইনজীবী মজিবুর রহমান অবশ্য তার মুক্তির আশায় ছিলেন। তিনি সন্ধ্যার দিকে বেশ কয়েকবার এ প্রতিবেদককে বলেন, ‘আমরা মনে করছি আমাদের কাজ শেষ। কতৃপক্ষ মুক্তি দেবে বলে আশাবাদী।’
এরপর রাত সারে ৮টার দিকে তিনি বলেন, বুধবার সকালে পরীমনি মুক্তি পাবে।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় মঙ্গলবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। পরীমনির আইনজীবী মুজিবুর রহমান জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত পরীমনির জামিন মঞ্জুর করেছেন আদালত।
জামিনের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বলেন, জামিন পাওয়াও একটা অধিকার। তবে আমরা জামিনের বিরোধিতা করেছি। আদালত যেটা ভালো মনে করেছেন সেটাই আদেশ দিয়েছেন। এতে আমাদের করার কিছু নেই।